ঢাকা: রাজউকের প্লট দুর্নীতির পৃথক তিনটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দুই সন্তানের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণের শুনানি চলছে। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এই শুনানি শুরু হয়।আজকের দিনে এসব মামলায় মোট ৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দেবেন। এরপর জয় ও পুতুলের সংশ্লিষ্ট মামলাতেও একই সাক্ষীরা সাক্ষ্য দেবেন। সাক্ষ্যদাতাদের মধ্যে রয়েছেন—কালীগঞ্জের সাব-রেজিস্ট্রার জাহিদুর রহমান, সদর রেকর্ডরুমের সাব-রেজিস্ট্রার মাহবুবুর রহমান, ম্যাজিস্ট্রেট এম মিজবাহউর রহমান, সেফাতুল্লাহ এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের একাধিক কর্মকর্তা।চতুর্থ দিনে তিন মামলায় ম্যাজিস্ট্রেট ও ব্যাংক কর্মকর্তা সহ ৫ জন সাক্ষী সাক্ষ্য দেন। এর আগে চলতি বছরের ১১ অগাস্ট প্রথম দিনে এসব মামলার তিন বাদী, ২৬ অগাস্ট ১৭ জন এবং তৃতীয় দিন ২ সেপ্টেম্বর ১৮...