৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০২ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম ধর্মকে যারা রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে তারা দেশের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপি'র জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। সোমবার (২৯ সেপ্টেম্বর) বরিশাল সিটি কর্পোরেশনের মন্দিরগুলোতে শারদীয় দুর্গাৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে মতবিনিময় ও শুভেচ্ছাকালে এ কথা বলেন তিনি। এসময় রহমাতুল্লাহ বলেন, কোন দেশ প্রেমিক শক্তি ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ধর্মকে ব্যবহার করতে পারে না। প্রতিটি নাগরিকের ধর্মীয় অধিকার সাংবিধানিকভাবে স্মীকৃত। যার যার রাজনৈতিক দর্শন জনগণের সামনে উপস্থাপন করলে জনগণই ঠিক করবে তারা কাকে ভোট দিয়ে প্রতিনিধি হিসেবে রাষ্ট্র ক্ষমতায় বসাবে। এক্ষেত্রে যারা ধর্মকে সামনে রেখে রাজনীতি করেন, তারা দেশপ্রেমিক হতে পারেন না। আগামী...