৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৬ এএম মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রয়াত বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠপুত্র, জেলা বিএনপির সাবেক সভাপতি ও আহ্বায়ক কমিটির সদস্য ডা. খন্দকার আকবর হোসেন বাবলু। তিনি মানিকগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়ও করেন। ডা. আকবর হোসেন বাবলু বলেন, তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমি আমার বাবার মতো সারা জীবন আপনাদের পাশে থাকতে চাই। আমার জন্য দোয়া করবেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও দৌলতপুর উপজেলা...