৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ১৪ কেজি ৪ গ্রাম ওজনের বিলুপ্তপ্রায় প্রজাতির এক বিশাল ঢাই মাছ। বিরল এই মাছটি ৪ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৪৯ হাজার ৪০ টাকায় কিনেছেন দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা। বর্তমানে তিনি মাছটি বিক্রির জন্য দেশের বিভিন্ন স্থানে মুঠোফোনে যোগাযোগ করছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোরে মানিকগঞ্জ জেলার জাফরগঞ্জ এলাকার জেলে সুনাই হালদার তার সহযাত্রীদের নিয়ে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট সংলগ্ন পদ্মা-যমুনার মোহনায় জাল ফেলেন। ফজরের আজানের আগমুহূর্তে জাল তোলার সময় তাদের জালে ধরা পড়ে বিশাল আকারের এই ঢাই মাছটি। পরে সকালে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার আনু খাঁর আড়তে নিয়ে আসেন সুনাই হালদার। সেখানে নিলামের মাধ্যমে মাছ ব্যবসায়ী চান্দু...