বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দ্বিতীয় স্থানে উঠে এসেছে ঢাকা। এদিন সকালে রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড হয় ১৫৮, যা ‘খুব অস্বাস্থ্যকর’ মাত্রার মধ্যে পড়ে। তালিকার শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর, যার একিউআই স্কোর ২০৫। তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি (স্কোর ২৪৮)। ভারতের রাজধানী দিল্লি ১৫৩ স্কোর নিয়ে অবস্থান করছে চতুর্থ স্থানে। পঞ্চম স্থানে রয়েছে উগান্ডার রাজধানী কামপালা, যার স্কোর ১৪৭। একিউআই স্কোর প্রতিদিনের বাতাসের মান নির্ধারণ করে জানায় কোনো শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত। একইসঙ্গে এর মাধ্যমে মানুষের স্বাস্থ্যঝুঁকির মাত্রাও নিরূপণ করা হয়। মানদণ্ড অনুযায়ী,...