পারমাণবিক কর্মসূচির দ্বারপ্রান্তে থাকা দেশটির বিরুদ্ধে পশ্চিমারা, বাড়ছে সংঘাতের ঝুঁকিআন্তর্জাতিক অঙ্গন, ৩০ সেপ্টেম্বর (আনুমানিক): পারমাণবিক অস্ত্র তৈরির দ্বারপ্রান্তে থাকা ইরানকে দমাতে পশ্চিমারা তাদের শেষ কূটনৈতিক চাল হিসেবে ফিরিয়ে এনেছে জাতিসংঘের 'স্ন্যাপব্যাক প্রক্রিয়া'। এর মাধ্যমে ইরানের ওপর পুরানো নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হলো, যা দেশটির অর্থনীতি ও সামরিক সক্ষমতাকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলার এক প্রচেষ্টা। রাশিয়া ও চীনের বিলম্ব প্রস্তাব ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত কার্যকর হওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সমর বিশ্লেষকদের কপালে ভাঁজ—এই নতুন নিষেধাজ্ঞা মধ্যপ্রাচ্যের আকাশে কী ধরনের অশনি সংকেত ডেকে আনে। যে দেশটি পারমাণবিক অস্ত্র তৈরির দোরগোড়ায়, তাদের সঙ্গে অসহযোগিতার ফলাফল ঠিক কতটা গুরুতর হতে পারে, সেটাই এখন ভাবনার বিষয়। পুনর্বহাল হওয়া মূল নিষেধাজ্ঞাগুলোজাতিসংঘের এই 'স্ন্যাপব্যাক' প্রক্রিয়ার মাধ্যমে ইরানের উপর আবারো যে নিষেধাজ্ঞাগুলো আরোপ করা হয়েছে,...