আবার ইতিহাস গড়ল নেপাল। প্রথমবারের মতো কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে ম্যাচ জেতার পর এবার দ্বিপাক্ষিক সিরিজও জিতল তারা।সোমবার শারজাহতে ওয়েস্ট ইন্ডিজকে ৯০ রানে হারিয়ে তিন ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানেই শিরোপা নিশ্চিত করেছে নেপাল। প্রথম ম্যাচে ১৯ রানে জয়ের পর দ্বিতীয় ম্যাচে আরও দুর্দান্ত পারফরম্যান্স দেখাল তারা। তিন ম্যাচের সিরিজে আর হারার ভয় নেই, বরং সামনে সুযোগ ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার। ব্যাট হাতে উজ্জ্বল ওপেনার আসিফ শেখ (অপরাজিত ৬৮) ও মিডল অর্ডারের সুন্দরীপ জোরা (৬৩)। দুজনের জুটিতে নেপাল তোলে ২০ ওভারে ৬ উইকেটে ১৭৩ রান। জবাবে ক্যারিবীয়রা ৮৩ রানে গুটিয়ে যায়। বল হাতে মোহাম্মদ আদিল আলম নেন ৪ উইকেট। এ জয় অ্যাসোসিয়েট দলের ইতিহাসে টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে সবচেয়ে বড় ব্যবধানের জয়। ম্যাচ শেষে দারুণ উচ্ছ্বসিত নেপালের অধিনায়ক রোহিত পাউডেল...