পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ সামাজিক মাধ্যমে লিখেছেন, “এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বহিষ্কার করা হোক। এটি ক্রিকেটের জন্য লজ্জাজনক দিন।” এশিয়া কাপে শিরোপা জিতেছে ভারত। তবে মাঠের পারফরম্যান্সের চেয়ে বেশি আলোচনায় এসেছে ফাইনালে ট্রফি না নেওয়া। ভারতের দল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) চেয়ারম্যান এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। এই আচরণ নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। পাকিস্তানের সাবেক ক্রিকেটার রশিদ লতিফ সামাজিক মাধ্যমে লিখেছেন, “এশিয়া কাপ ট্রফি নিতে না চাওয়ায় ভারতীয় ক্রিকেট দলকে বহিষ্কার করা হোক। এটি ক্রিকেটের জন্য লজ্জাজনক দিন।” ভারতীয় বোর্ড ইতোমধ্যেই জানিয়েছিল, রাজনৈতিক কারণে পাকিস্তানের মন্ত্রীর হাত থেকে ট্রফি নেওয়া হবে না। ফলে ফাইনালের পর সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল ট্রফি ও মেডেল ছাড়াই...