বিশ্বের দূষিত বাতাসের শহরের তালিকায় শীর্ষ ১০ মধ্যে রয়েছে ঢাকা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টা ৪১ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সের (একিউআই) স্কোর ১১৭ নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় অষ্টম। একিউআই স্কোর ২১৪ ও ১৪৪ নিয়ে বিশ্বে বায়ুদূষণের তালিকায় প্রথম ও তৃতীয় রয়েছে পাকিস্তানের লাহোর ও করাচি। এছাড়া যথাক্রমে ১৫৫ স্কোর নিয়ে উগান্ডার কাম্পালা দ্বিতীয় ও ১৩৮ স্কোর নিয়ে ভারতের দিল্লি চতুর্থ স্থানে অবস্থান করছে। একিউআই মান অনুযায়ী, ৫০ থেকে ১০০ স্কোর থাকলে বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। এ সময় সাধারণত সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় ধরে বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়। ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়,...