ধেয়ে আসছে শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয় ‘প্রবাহ’। মঙ্গলবার বিকেল থেকে রাতের মধ্যে চট্টগ্রাম এবং সিলেট বিভাগের মধ্য দিয়ে বৃষ্টি বলয় প্রবেশ করতে পারে। তাই আজকে (৩০ সেপ্টেম্বর) দিনের অধিকাংশ সময়েই কড়া রোদের উপস্থিতি থাকতে পারে। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিমের (বিডব্লিউওটি) ফেসবুক পেজে আরও বলা হয়, বৃষ্টি বলয় ‘প্রবাহ’ আজ থেকে ৫ অক্টোবর পর্যন্ত সক্রিয় থাকলেও সর্বোচ্চ সক্রিয় থাকবে পারে ২ থেকে ৪ অক্টোবর। এ ছাড়া ১ অক্টোবর মাঝারি সক্রিয় আর ৩০ সেপ্টেম্বর এবং ৫ অক্টোবর কম সক্রিয় থাকবে পারে। অন্যদিকে, সাগরে লঘুচাপ তৈরি হচ্ছে। আকাশ পরিষ্কার থাকায় কড়া রোদের ফলে বেশ ভ্যাপসা গরম অনুভব হচ্ছে। তবে, ২ অক্টোবর থেকে দেশের অধিকাংশ স্থানে গরমের তীব্রতা অনেক কমে যাবে। এদিকে, মঙ্গলবার সকালে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পূর্ব-উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ...