সেনাপ্রধান আসিম মুনিরের বিরুদ্ধে নিজের এক্স হ্যান্ডলে লাগাতার ‘মানসিক হেনস্থা’র অভিযোগ তুলে আসছেন পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। এবার ইমরান খানের এক্স অ্যাকাউন্ট নিয়ে এক প্রশ্নে অস্বস্তিতে পড়েন দেশটির প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। সম্প্রতি ব্রিটিশ-আমেরিকান সাংবাদিক মেহেদী হাসানকে দেওয়া সাক্ষাৎকারে খাজা আসিফকে ইমরানের ব্যাপারে কিছু প্রশ্ন করা হয়েছিল। আদালতের শুনানিতে ভার্চুয়ালি ইমরান খান কীভাবে অংশ নিয়েছিলেন, সে ব্যাপারে জানতে চাওয়া হয়। সঞ্চালকের বক্তব্য ছিল, ভার্চুয়াল মাধ্যমে বিচারক ইমরানের কথা শুনতেই পাননি। তারপরও শুনানি চলেছে। ফলে সেই শুনানিকে আদৌ ন্যায্য বলা যায় কি না? তখন খাজা আসিফ বলেন, ‘তিনি (ইমরান) জেলে বসেই এক্স হ্যান্ডল ব্যবহার করেন।’ এর পরেই সঞ্চালক পাল্টা প্রশ্ন করে বলেন, ‘আগের দিনই আপনি বললেন যে, ইমরান খানের এক্স হ্যান্ডল ভারত থেকে পরিচালিত হয়। আপনাকে বলতে শুনেছি আমি। ইমরান...