অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে চোটের মিছিলে যুক্ত হলো আরও এক নাম। সিরিজ শুরুর আগেই ছিটকে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলনে বোলিংয়ের সময় চোট পান ম্যাক্সওয়েল। মিচেল ওয়েলের শটে বল এসে লাগে ম্যাক্সওয়েলের হাতে। স্ক্যান করার পর ডান হাতের কবজিতে চিড় ধরা পড়ে। চিড় ধরা পড়ার পরই দেশে ফিরে গেছেন ম্যাক্সওয়েল। বিশেষজ্ঞ দেখানোর পর জানা যাবে, কতদিন মাঠের বাইরে থাকতে হবে ম্যাক্সওয়েলকে। ম্যাক্সওয়েলের বদলে ডাক পেয়েছেন জশ ফিলিপে। তিনি ঠিক অলরাউন্ডার নন, বরং কিপার-ব্যাটসম্যান। অস্ট্রেলিয়ার হয়ে ৩ ওয়ানডে ও ১২ টি-টোয়েন্টি খেলেছেন তিনি, সবশেষ খেলেন ২০২৩ সালের ডিসেম্বরে। অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের আরেক ভরসা জশ ইংলিশ চোটের...