‘ট্রফি নিয়ে পালিয়ে গেল ওরা’—দুবাইয়ে গত পরশু রাতে এশিয়া কাপ ফাইনালের পর যে অদ্ভুত দৃশ্য দেখা গিয়েছিল, ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেওয়া সাক্ষাৎকারে সেটিকে এভাবেই ব্যাখ্যা করেছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব। ঘটনার শুরু এশিয়া কাপ ফাইনালেপাকিস্তানের বিপক্ষে ভারতের ৫ উইকেটে জয়ের পর।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আসার পর ভারতীয় দল জানায়, তারা পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান মহসিন নাকভির কাছ থেকে ট্রফি নিতে রাজি নয়। নাকভি পাকিস্তানের স্বরাস্ট্রমন্ত্রীও। নিজেদের এই অবস্থান জানানোর পর প্রায় এক ঘণ্টা মাঠে অপেক্ষা করেও ট্রফি হাতে পায়নি সূর্যকুমারের দল।। কারণ, ভারতীয় দলের কথা শুনে বেঁকে বসেন নাকভিও। তাঁর কথা, এসিসি সভাপতি হিসেবে তিনিই পুরস্কার তুলে দেবেন, নয়তো দেওয়া হবে না। এর ফলে ক্রিকেট ইতিহাসেই সম্ভবত প্রথমবার কোনো চ্যাম্পিয়ন দল ট্রফি মাঠে আসার পরেও সেটি...