ইন্দোনেশিয়ায় ভয়াবহ এক স্কুল ভবন ধসে অন্তত একজন শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে ডজনখানেক, আর অন্তত ৬৫ জন শিক্ষার্থী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। সোমবারের এই দুর্ঘটনার পর টানা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে উদ্ধারকর্মীরা অক্সিজেন আর পানি সরবরাহ করার চেষ্টা করছেন ভেতরে আটকেপড়া শিক্ষার্থীদের কাছে। পূর্ব জাভার সিদোয়ারজো শহরের আল খোজিনি ইসলামিক বোর্ডিং স্কুলের ওই ভবনটি ধসে পড়ে যখন শিক্ষার্থীরা বিকেলের নামাজে মগ্ন ছিল। পুলিশ, সেনা আর উদ্ধারকর্মীরা সারা রাত খুঁড়ে আটজন আহত শিক্ষার্থীকে টেনে তুলতে সক্ষম হন। তবে ভেতরে আরও মরদেহ দেখা গেছে, ফলে মৃতের সংখ্যা বাড়বে বলেই ধারণা। হাসপাতাল আর ধসে পড়া ভবনের আশপাশে জড়ো হয়েছে শিক্ষার্থীদের পরিবার। কেউ সিঁথি ধরে কাঁদছে, কেউ আবার উন্মুখ হয়ে খবরের অপেক্ষায়। ধ্বংসস্তূপ থেকে ধুলায় ভরা আহত এক...