জারিফ ও জায়ান দুই ভাই। একজনের বয়স ছয় বছর, অন্যজনের তিন বছর। মা কাকে বলে জারিফ কিছুটা বুঝলেও জায়ানের কাছে মা অচেনা। বন্ধুদের যখন তাদের মায়েরা আদর করেন, তখন একদৃষ্টিতে তাকিয়ে থাকে ছয় বছরের ছোট্ট জারিফ। বন্ধুরা যখন মায়ের কোলে চড়ে, তখন ছোট ভাই জায়ানকে কোলে নিয়ে অসহায় চোখে তাকিয়ে থাকে জারিফ। চোখের দৃষ্টিই বলে দেয়, মাকে কাছে না পাওয়ার যন্ত্রণা কতটা? গত বছরের ৩ ডিসেম্বর জারিফ-জায়ানের মা স্বর্ণজয়ী শুটার সাদিয়া সুলতানা মারা গেছেন। মায়ের আদর-স্নেহ না পেয়ে ছোট হৃদয় কাঁদে জারিফের। মায়ের ভালোবাসা পেতে উদ্গ্রীব হয়ে ওঠে তার মন। নানাবাড়িতেই বেড়ে উঠছে জারিফ ও জায়ান। নানা-নানি, খালা-মামাদের আদর-স্নেহে দিন কাটছে অবুঝ দুই শিশুর। একসময় শক্ত হাতে ট্রিগার টিপে দেশকে স্বর্ণপদক এনে দিয়েছিলেন শুটার সাদিয়া সুলতানা। ২০১০ সাউথ এশিয়ান গেমস...