৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৪ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৭ এএম যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ক্যাপিটল হিলে হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়ের করা মামলার মাধ্যমে ইউটিউব প্রায় আড়াই কোটি ডলার (২৪.৫ মিলিয়ন ডলার) ক্ষতিপূরণ দিতে রাজি হয়েছে। এই সমঝোতার মাধ্যমে ২০২১ সালের জানুয়ারিতে ক্যাপিটল হিলে হামলার পর তার অ্যাকাউন্ট নিষিদ্ধ করার ঘটনায় মামলা নিষ্পত্তি হলো। এ ঘটনায় ইউটিউবের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা সোমবার (৩০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডে প্রকাশিত হয়েছে। মূলত এই মামলা ছিল সামাজিক যোগাযোগমাধ্যমগুলো ট্রাম্পের অ্যাকাউন্ট সীমিত করার কারণে। ট্রাম্প ২০২১ সালের জুলাইয়ে ইউটিউবের পাশাপাশি এক্স (সাবেক টুইটার) ও ফেসবুকের মালিক মেটার বিরুদ্ধে মামলা করেছিলেন। অভিযোগ ছিল, এই প্রতিষ্ঠানগুলো বেআইনিভাবে রক্ষণশীল মতামত স্তব্ধ করার চেষ্টা করেছে। ইউটিউবের সঙ্গে সমঝোতা অনুযায়ী ২৪.৫ মিলিয়ন ডলারের মধ্যে ২২ মিলিয়ন ডলার...