কক্সবাজারে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আমজাদ হোসেন (২৮) নামে এক জামায়াত নেতার মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আমজাদ চৌফলদন্ডীর নতুন মহাল বাজার জামায়াতে ইসলামীর যুব বিভাগ ইউনিটের সেক্রেটারি বলে নিশ্চিত করেছেন জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুর রহিম নুরী। এছাড়া তিনি কক্সবাজার সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের ছোট ভাই।স্থানীয় সূত্র বলছে, নতুন মহাল এলাকায় দুর্বৃত্তদের অতর্কিত হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন আমজাদ হোসেন, পরে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমজাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ইলিয়াস খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত যুবকের মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায়...