৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪২ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৩ এএম রামপুরার আফতাব নগরে বহুল আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এই হামলার ঘটনা ঘটে। রাত ১০টা ১৬ মিনিটে তার ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। ওই পোস্টে জানানো হয়, আফতাব নগরে হিরো আলমের ওপর সন্ত্রাসীদের হামলা হয়েছে। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের সূত্রে জানা যায়, হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে এসে হিরো আলমকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়।হামলার বিষয়টি নিশ্চিত করেছেন হিরো আলমের স্ত্রী রিয়া মনি। এ প্রসঙ্গে বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, আমরা গণমাধ্যমের...