বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চার দিন বন্ধ থাকবে দেশের ব্যাংক ও পুঁজিবাজার। ব্যাংক ও পুঁজিবাজার সূত্রে জানা গেছে, ১ অক্টোবর নির্বাহী আদেশে সরকারি ছুটি থাকবে। পরদিন ২ অক্টোবর (বৃহস্পতিবার) বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে আরও এক দিন। এরপর ৩ অক্টোবর শুক্রবার ও ৪ অক্টোবর শনিবার নিয়মিত সাপ্তাহিক ছুটির কারণে সব আর্থিক প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সব মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ব্যাংক ও পুঁজিবাজারের কার্যক্রম বন্ধ থাকবে। তবে...