নিজস্ব প্রতিবেদক : ফিলিস্তিনের যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় স্থায়ী শান্তি, নিরাপত্তা ও পুনর্গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফার একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেছেন। এই পরিকল্পনায় সম্মতি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। প্রস্তাব অনুযায়ী, যুদ্ধ পরবর্তী গাজার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব পালন করবেন মার্কিন প্রেসিডেন্ট নিজেই। সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প গাজার যুদ্ধ বন্ধের লক্ষ্যে ২০ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন। ট্রাম্প প্রস্তাবকে ‘ঐতিহাসিক’ হিসেবে বর্ণনা করে জানান, এটি ইসরায়েল ও তাদের মিত্র দেশগুলো গ্রহণ করেছে। তবে হামাসের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক সম্মতি পাওয়া যায়নি। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, হামাস মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি পেয়ে পর্যালোচনা করছে। নেতানিয়াহু বলেন, “আমি বিশ্বাস করি আমরা আজ গাজার যুদ্ধ শেষ এবং মধ্যপ্রাচ্যে...