স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা থেকে উত্তরণের জন্য বাংলাদেশের প্রস্তুতি নিরপেক্ষভাবে মূল্যায়নের লক্ষ্যে সহায়তা প্রদান করবে জাতিসংঘ। এ বিষয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক অনুরোধের পর জাতিসংঘ এই সিদ্ধান্ত নেয়।সোমবার (২৯ সেপ্টেম্বর) নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল এবং এলডিসি, এলএলডিসি ও এসআইডিএসের উচ্চ প্রতিনিধি রাবাব ফাতিমা এ ঘোষণা দেন।তিনি জানান, আগামী এক মাসের মধ্যে মূল্যায়ন প্রক্রিয়া শুরু হবে এবং ২০২৬ সালের জানুয়ারির মাঝামাঝি শেষ হবে। এই মূল্যায়নে একজন আন্তর্জাতিক পরামর্শক এবং একজন বাংলাদেশি বিশেষজ্ঞ যৌথভাবে কাজ করবেন, যাতে একটি পূর্ণাঙ্গ ও ভারসাম্যপূর্ণ চিত্র পাওয়া যায়।মূল্যায়ন প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তা, বেসরকারি খাত, বাণিজ্য সংগঠন, উন্নয়ন বিশেষজ্ঞ, দাতা সংস্থা, আর্থিক প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। এর মাধ্যমে নির্ধারণ...