ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা বলেছেন, তেহরানের উচিত নতুন সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের কথা বিবেচনা করা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক ১২ দিনের যুদ্ধের পর ইরানের আক্রমণাত্মক সামরিক শক্তি জোরদার করার অঙ্গীকার পূরণে এ পদক্ষেপ নিতে চান তিনি।রোববার (২৮ সেপ্টেম্বর) ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। এর আগে উপদেষ্টা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাভি শনিবার রাতে রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, রিয়াদ ও ইসলামাবাদের মধ্যে চুক্তিটি ইতিবাচক। প্রস্তাবিত ইরান, ইরাকসহ অন্যরাও এতে অংশ নিতে পারে।তিনি বলেন, ইরান, সৌদি আরব, পাকিস্তান এবং ইরাক একটি সম্মিলিত প্রতিরক্ষা চুক্তিতে পৌঁছাতে পারে। অনেকটা সামরিক জোটের মতো। কিন্তু রিয়াদ ও ইসলামাবাদের ওপর মার্কিন প্রভাব এ ধরনের পদক্ষেপকে সীমিত করে পারে।সেপ্টেম্বরের শুরুতে সৌদি আরব এবং পারমাণবিক অস্ত্রধারী পাকিস্তান রিয়াদে একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে। কাতারে...