দোহায় সাম্প্রতিক হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চেয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্র্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস নেতাদের লক্ষ্য করে চালানো হামলার সময় এক কাতারি নাগরিকের হত্যার জন্য ক্ষমা চান তিনি। খবর আল জাজিরার। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠককালে ফোনকলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা চান নেতানিয়াহু। হোয়াইট হাউজের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘প্রথম পদক্ষেপ হিসেবে, প্রধানমন্ত্রী নেতানিয়াহু কাতারে হামাসের নেতাদের লক্ষ্য করে ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি সেনা নিহত হওয়ায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।’ বিবৃতিতে আরো বলা হয়, জিম্মি আলোচনার সময় হামাস নেতৃত্বকে লক্ষ্য করে হামলা চালিয়ে ইসরাইল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, এজন্যও দুঃখ প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি নিশ্চিত করেছেন যে ইসরাইল ভবিষ্যতে আর কখনো এই ধরনের আক্রমণ...