আন্তর্জাতিক মানবাধিকার কর্মীদের ঘন ঘন বাংলাদেশ সফরের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। সোমবার নিউ ইয়র্কের একটি হোটেলে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার সভাপতি কেরি কেনেডির নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, “সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনাদের নিয়মিত বাংলাদেশ সফর করা। প্রত্যেকবার আপনারা এলে ভুলে যাওয়া বিষয়গুলো নতুন করে আলোচনায় আসে। শেষ পর্যন্ত আপনারাই জনগণের কণ্ঠস্বর।” বৈঠকে তিনি আসন্ন নির্বাচন, সংস্কার প্রক্রিয়া ও মানবাধিকার সুরক্ষায় নেওয়া পদক্ষেপের বিষয়েও আলোকপাত করেন। মুহাম্মদ ইউনূস জানান, একটি ভেঙে পড়া ব্যবস্থা পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। গুম সংক্রান্ত অভিযোগ তদন্তে কমিশন গঠন করা হয়েছে এবং জাতিসংঘ মানবাধিকার মিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, মানুষের ভয়াবহ অভিজ্ঞতা প্রকাশ্যে আসছে, বহু বছর ধরে ঘটে যাওয়া নৃশংস ঘটনার তদন্ত চলছে। রাষ্ট্রীয় সংস্কারের...