আন্তর্জাতিক ডেস্ক: কাতারের রাজধানী দোহায় চালানো হামলায় একজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় দেশটির কাছে ক্ষমা চেয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর যৌথ ফোন কলে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানির কাছে ক্ষমা প্রার্থনা করেন তিনি। হোয়াইট হাউসের বিবৃতিতে বলা হয়, প্রথমেই নেতানিয়াহু গভীর দুঃখ প্রকাশ করেছেন যে কাতারে হামাসকে লক্ষ্য করে চালানো ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় অনিচ্ছাকৃতভাবে একজন কাতারি সেনা নিহত হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, জিম্মি আলোচনা চলাকালে হামাস নেতৃত্বকে লক্ষ্য করে পরিচালিত এ হামলার মাধ্যমে ইসরায়েল কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে, এ বিষয়েও নেতানিয়াহু দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর ঘটবে না বলে প্রতিশ্রুতি দেন। নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে কাতারি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য...