দেশের সম্প্রসারণশীল উন্নয়নের পাশাপাশি বাড়ছে অবকাঠামোগত স্থাপনা, দালানকোঠা। এসব স্থাপনা দৃষ্টিনন্দন ও দীর্ঘস্থায়ী করতে বাড়ছে বিভিন্ন ধরনের রঙের ব্যবহার। এতে বড় হচ্ছে রঙের বাজার। তবে, বার্ষিক ছয় হাজার কোটি টাকার এ শিল্প খুঁড়িয়ে চলছে সরকারের নীতি সহযোগিতার অভাবে। সংশ্লিষ্টরা বলছেন, রং অতিপ্রয়োজনীয় পণ্য হলেও সরকার এটাকে বিলাসীপণ্য ঘোষণা দিয়ে শিল্পটিকে ভঙ্গুর করে রেখেছে। পাশাপাশি উপকরণ আমদানিতে শুল্কও অত্যধিক। আবার ফিনিশড প্রোডাক্ট বিক্রিতে সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। আমদানি করা বিদেশি পেইন্টের চেয়ে দেশে উৎপাদিত পেইন্টের উৎপাদন ব্যয় বেশি হচ্ছে। যে কারণে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন স্থানীয় উদ্যোক্তারা। দেশের জাতীয় অর্থনীতির সঙ্গে পেইন্ট শিল্পের প্রবৃদ্ধি ওতপ্রোতভাবে জড়িত। বর্তমানে ব্যাংক রেট হঠাৎ করে ৯ শতাংশ থেকে লাফ দিয়ে ১৩-১৪ শতাংশে হয়ে গেছে। এটি পেইন্ট শিল্পের বড় বাধা।-অ্যাংকর পেইন্ট ইন্ডাস্ট্রিজ (প্রা.) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক...