শীতের সকালে এক কাপ চা বা গরম পানি– ইলেকট্রিক কেটলি যেন এখন সবার ঘরের নিত্যসঙ্গী। চটজলদি পানি গরম করতে এই যন্ত্রটি খুবই সুবিধাজনক। কিন্তু একটু অসাবধান হলেই ঘটতে পারে দুর্ঘটনা। অনেকেই না জেনে ভুলভাবে ব্যবহার করেন কেটলি, যার ফলে হতে পারে আগুন লাগা, শর্ট সার্কিট বা কেটলি নষ্ট হয়ে যাওয়া।আরও পড়ুন :চায়ের সঙ্গে কোন খাবার খেলে কী সমস্যা হতে পারেআরও পড়ুন :গ্যাসের সমস্যায় স্বস্তির কিছু ঘরোয়া উপায়টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বিশেষজ্ঞরা কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন। দেখে নিন, ইলেকট্রিক কেটলি ব্যবহারের সময় কোন ৫টি বিষয় মাথায় রাখা জরুরি।সকালে পরোটা খাবেন কি?পানি বেশি নয়, ঠিক পরিমাণে দিনকেটলির গায়ে একটি ‘MAX’ লেভেল দেওয়া থাকে। এর বেশি পানি দিলে তা ফুটে উপচে পড়তে পারে – এতে আপনি পুড়ে যেতে পারেন, আবার যন্ত্রেও সমস্যা...