আকর্ষণের কেন্দ্রে থাকবে অবশ্যই ভারত ও শ্রীলঙ্কা দল। উইমেন’স ওয়ানডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ তারা। তবে পাদপ্রদীপের আলো পড়বে এ দিন আরেকটি দলের ওপরও। এই ম্যাচে মাঠে থাকবেন আফগানিস্তানের নারী ক্রিকেটাররা। আফগানিস্তানের কোনো নারী ক্রিকেট দল এমনিতে নেই। তালেবানদের নিয়ন্ত্রণে থাকা দেশটিতে নারীদের খেলাধুলা করা এখন কল্পনা করাও কঠিন। তবে যে আফগান নারী ক্রিকেটাররা দেশ ছেড়ে নির্বাসনে আছেন, তাদেরই একটা অংশ থাকবেন গুয়াহাটির আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে। এই মাঠেই ভারত-শ্রীলঙ্কার ম্যাচ দিয়ে মঙ্গলবার শুরু হচ্ছে বিশ্বকাপ। এই আফগান নারী দলের বেশির ভাগ ক্রিকেটারই নির্বাসনে আছেন অস্ট্রেলিয়ায় এবং সেখানে খেলছেন লিগ ক্রিকেটে। এছাড়াও যোগ দিচ্ছেন যুক্তরাজ্য ও কানাডায় থাকা কয়েকজনও। উদ্বোধনী ম্যাচে অবশ্য তেমন কোনো ভূমিকা থাকছে না তাদের। স্রেফ গ্যালারিতে থাকবে তাদের উপস্থিতি। যদিও আগের পরিকল্পনা ছিল আরও ব্যাপক। গত...