ঢাকা: চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব—শারদীয় দুর্গাপূজা। আজ মহাঅষ্টমী, যা এই উৎসবের অন্যতম গুরুত্বপূর্ণ দিন। আজ দেবী দুর্গা পূজিত হবেন অগ্নি, বায়ু, বস্ত্র, পুষ্প ও মাল্য—এই পাঁচ নৈবেদ্য দ্বারা। সনাতনী নারী-পুরুষ, শিশু, কিশোর ও বৃদ্ধ সকলেই নির্জলা উপবাসে অংশ নিয়ে দেবীর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। এ দিন অনুষ্ঠিত হবে সন্ধিপূজাও।মহাঅষ্টমীর সবচেয়ে উল্লেখযোগ্য আয়োজন হলো 'কুমারী পূজা'। বিশুদ্ধ নারীত্বের প্রতীক হিসেবে কুমারী বালিকার মধ্যেই দেবীর রূপ কল্পনা করে তাঁকে দেবীজ্ঞানে পূজা করেন ভক্তরা। রাজধানীর রামকৃষ্ণ মিশন ও মঠে প্রতি বছরের মতো এবারও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আড়ম্বরপূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে কুমারী পূজা।রামকৃষ্ণ মিশন সূত্রে জানা গেছে, এ বছর কুমারী পূজা শুরু হবে সকাল ১১টায় এবং শেষ হবে দুপুর ১টায়। তার আগে মহাঅষ্টমী পূজা শুরু হবে সকাল ৬টা ১০ মিনিটে, পুষ্পাঞ্জলি...