চুয়াডাঙ্গা প্রতিনিধি:চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তবর্তী এলাকায় এক নারীর ভ্যানিটি ব্যাগে থেকে তিনটি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার স্বর্ণের বারের ওজন ৩৫৪ গ্রাম; যার বাজার মূল্য প্রায় ৫৮ লাখ ৫৮ হাজার টাকা। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি। এর আগে সোমবার দুপুরে দর্শনা কামারপাড়া গ্রাম থেকে ওই স্বার্ণের বারগুলো উদ্ধার করা হয়। আটক আসমা খাতুন (২৫) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কামারপাড়া গ্রামের ওয়াসিমের স্ত্রী। চুয়াডাঙ্গা-৬ বিজিবির পরিচালক লে. কর্নেল নাজমুল হাসান জানান, অবৈধভাবে ভারতে স্বর্ণের বার পাচার হচ্ছে এমন বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বারাদী বিওপির একটি বিশেষ টহল দল দর্শনা কামারপাড়া গ্রামে অবস্থান নেয়। এ সময় এক নারী সীমান্তবর্তী এলাকার দিকে যাচ্ছিলেন। ওই নারীকে...