চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে রাজধানী ঢাকায় বাস চলাচল টানা পাঁচ দিন ধরে বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে গত শুক্রবার রাত থেকে পূর্বঘোষণা ছাড়াই বাস বন্ধ করে দেন মালিকরা। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) উত্তরবঙ্গ সড়ক পরিবহন গ্রুপের মহাসচিব নজরুল ইসলাম হেলাল জানান, শ্রমিকদের দাবিতে বেতন বাড়ানো হলেও তারা আরও কিছু সুযোগ-সুবিধা দাবি করেন। আলোচনায় সমঝোতা না হওয়ায় মালিকরা বাধ্য হয়ে বাস বন্ধ করেছেন। হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তারা অভিযোগ করেন, পূজার ছুটির আগে এমনিতেই পরিবহনে ভিড় বেড়েছে। কোনো ঘোষণা ছাড়া বাস বন্ধ হওয়ায় তারা বিপাকে পড়েছেন। মাঝে...