৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৬ এএম রাশিয়ার লাগাতার হামলার মুখে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে টমাহক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করার বিষয়টি বিবেচনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বরাত দিয়ে সংবাদমাধ্যমগুলো সোমবার (২৯ সেপ্টেম্বর) এই তথ্য জানিয়েছে। ইউক্রেন ইতিমধ্যেই এমন অস্ত্র চেয়ে আসছিল, যাতে তারা ফ্রন্টলাইনের বহু দূরে রাশিয়ার বড় শহরগুলোতে আঘাত হানতে সক্ষম হয়। ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী ইভান হাভরিলিউক জানান, যদি মস্কোর জন্য যুদ্ধ চালানো খুব ব্যয়বহুল হয়ে যায়, তাহলে তারা বাধ্য হবে শান্তি আলোচনায় বসতে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, “টমাহক হোক বা অন্য কোনো ক্ষেপণাস্ত্র— কোনোটিই যুদ্ধে মৌলিক পরিবর্তন আনতে পারবে না।” টমাহক ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২৫০০ কিলোমিটার (১৫০০ মাইল), অর্থাৎ ইউক্রেন চাইলে এটি ব্যবহার করে মস্কো...