বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার মাধ্যমে দিল্লি ঢাকার সঙ্গে তাদের সম্পর্ক নষ্ট করেছে এবং এই প্রক্রিয়ায় ভারতেরও ক্ষতি হয়েছে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশের একটি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বিগত আওয়ামী লীগ সরকারের সময় অনুষ্ঠিত নির্বাচনগুলোতে ভারতের ভূমিকা নিয়ে কথা বলেন। তিনি বলেন, "বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে ঢাকার সঙ্গে সম্পর্ক নষ্ট করেছে দিল্লি। বিগত আওয়ামী লীগ সরকারের সময় ভোটারবিহীন প্রতিটি নির্বাচনকে সমর্থন করেছে তারা। এগুলোই ক্ষতি করেছে। ভারতেরও ক্ষতি হয়েছে।" তিনি মনে করেন, রাজনীতির মূল ধারা থেকে সরে এসে ষড়যন্ত্রের পথে যাওয়ার কারণেই এই ক্ষতি হয়েছে। তিনি বলেন, "রাজনীতি থেকে দূরে সরে গিয়ে যখনই আপনি ষড়যন্ত্রে যাবেন, তখনই আপনার ক্ষতি হয়ে যাবে। তা-ই হয়েছে। আওয়ামী লীগেরও ক্ষতি...