কক্সবাজার সদর উপজেলার চৌফলদন্ডী ইউনিয়নের নতুন মহাল এলাকায় সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ছুরিকাঘাতে জামায়াতে ইসলামী যুব বিভাগের নেতা আমজাদ হোসেন (২৮) নিহত হয়েছেন। কক্সবাজার সদর মডেল থানার ওসি মুহাম্মদ ইলিয়াস খান মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত আমজাদ চৌফলদন্ডী নতুন মহাল বাজার ইউনিটের যুব বিভাগের সেক্রেটারি ছিলেন। তিনি কক্সবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের ছোট ভাই। অন্যদিকে ঘাতক ছাত্রলীগ নেতার নাম রাফি। তিনি নিষিদ্ধ ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি। এ ছাড়াও তিনি একই এলাকার ছৈয়দ নূরের ছেলে। স্থানীয়রা জানিয়েছেন, ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান আমজাদ। পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠায়। পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল। এই বিরোধের জের ধরে...