এসময় মান্যবর রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের প্রতি তাদের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে বাংলাদেশ ও আর্জেন্টিার দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিার মান্যবর রাষ্ট্রদূত মি. মার্সেলো কার্লোস সেসা ব্রেকফাস্ট সাক্ষাতে করেছেন। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৯টায় তাঁর বসুন্ধরাস্থ কার্যালয়ে এ সাক্ষাতে মিলিত হন। বৈঠকের শুরুতেই তিনি আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খবর নেন ও তাঁর দ্রুত আরোগ্য কামনা করেন। বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে তারা বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও আর্জেন্টিনার দ্বিপক্ষীয় সম্পর্ক, বিনিয়োগ, আন্তর্জাতিক সম্পর্কসহ স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন। এসময় মান্যবর রাষ্ট্রদূত ভবিষ্যতে বাংলাদেশের প্রতি তাদের দৃঢ়...