পাবনার ভাঙ্গুড়ায় ট্রেন ছাড়তে দেরি করাকে কেন্দ্র করে ক্ষুদ্ধ যাত্রীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। এসময় স্থানীয় দুই যুবকসহ ট্রেনের কয়েকজন যাত্রী আহত হন। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শরৎনগর স্টেশনে ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, গত রবিবার সকালে ভাঙ্গুড়া স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেসের তিনটি বগি লাইনচ্যুত হয়। ফলে রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। সেখানে মেরামত কাজ চলা অবস্থায় গতকাল সোমবার রাতে শরৎনগর স্টেশনে একতা এক্সপ্রেস থামানো হয়।আরো পড়ুন:ভাঙ্গায় আধিপত্য লড়াইয়ে নিহত বৃদ্ধ, আহত ২০সালিশে বাগবিতণ্ডার জেরে সংঘর্ষ, কৃষক নিহত ট্রেন ছাড়তে দেরি হওয়ায় যাত্রীরা হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন। প্রথমে তারা স্টেশন মাস্টারকে মারধরের চেষ্টা করেন। পরে আরো যাত্রী নেমে হামলা চালালে স্থানীয়রা বাধা দেন। এতে ক্ষিপ্ত যাত্রীরা স্থানীয়দের ওপর হামলা চালায়। নজরুল ইসলাম নামে এক স্থানীয় বাসিন্দা মসজিদে আশ্রয়...