শিক্ষকদের নিয়ে কুরুচিপূর্ণ ও মানহানিকর মন্তব্য করায় রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের এক নেতার বিভাগীয় চারিত্রিক সনদপদত্র ও প্রশংসাপত্র বাতিল করা হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে তার শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে বিভাগীয় অ্যাকাডেমিক কমিটি। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গত ২৪ সেপ্টেম্বর বিভাগটির অ্যাকাডেমিক কমিটিতে এ সিদ্ধান্ত নেন বিভাগের শিক্ষকরা। অভিযুক্ত ছাত্রদল নেতা বুলবুল রহমান উর্দু বিভাগের ২০১৩-১৪ শিক্ষার্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শাখা ছাত্রদলের সহ-সভাপতি। জানা যায়, গত ২৩ সেপ্টেম্বর বিকেলে উর্দু বিভাগের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মাদ শহীদুল ইসলাম ও একই বিভাগের অধ্যাপক ড. মো. নাসির উদ্দিনকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ ভাষায় মন্তব্য করেন বুলবুল রহমান। উপাচার্যের অনুগত আখ্যা দেওয়ার পাশাপাশি তাদের নিয়ে আপত্তিকর ও...