বিদ্যুৎ ও পানি সংকটকে কেন্দ্র করে ‘জেন জি’ নেতৃত্বাধীন আন্দোলনে উত্তাল মাদাগাস্কার। বিক্ষোভে সহিংসতার ঘটনার জেরে সরকার ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা। সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সোমবার জাতির উদ্দেশে টেলিভিশনে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট রাজোয়েলিনা বলেন, ‘সরকারের সদস্যরা যদি দায়িত্ব যথাযথভাবে পালন না করে থাকেন, তবে আমরা তা স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি। আমি সরকারও বিলুপ্ত করছি।’ তরুণদের সঙ্গে আলোচনার আগ্রহও প্রকাশ করেন তিনি। গত বৃহস্পতিবার রাজধানী আন্তানানারিভো থেকে শুরু হওয়া এ বিক্ষোভ বেশ কয়েকটি শহরে ছড়িয়ে পড়েছে। জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানান, আটক ও মারধরের পাশাপাশি বিক্ষোভকারীদের ওপর রাবার বুলেট, টিয়ার গ্যাস, এমনকি সরাসরি গুলিও চালানো হয়েছে। নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত শক্তি প্রয়োগে অন্তত ২২ জন নিহত ও ১০০ জন আহত হয়েছেন। বিক্ষোভে...