ঢাকা:রাজধানীর হাতিরঝিল এলাকায় প্রাইভেটকার ধাক্কায় আউয়াল (৬৫) নামে এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাত ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে মারা যান তিনি। আউয়ালের চাচাতো ভাই বাবুল মিয়া জানান, তাদের বাড়ি গাজীপুরে শ্রীপুর উপজেলায়। তেজগাঁও তিব্বত কলোনী বাজার এলাকায় থাকতেন আউয়াল। তিনি বলেন, গত রাতে এক পথচারী তাদের ফোনকল করে জানায়, হাতিরঝিল এলাকায় একটি...