খুলনায় গত দুইদিনে চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার সকাল থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত মহনগর ও জেলার বিভিন্ন এলাকা থেকে মরদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্র জানায়, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা রেল স্টেশনের প্লাটফর্ম থেকে প্রিন্স (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়।আরো পড়ুন:ঠাকুরগাঁওয়ে মা-মেয়ের অর্ধগলিত লাশ উদ্ধাররামুতে বৌদ্ধ ভিক্ষুর ঝুলন্ত লাশ উদ্ধার রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান বলেন, “স্টেশনের প্লাটফর্ম থেকে যে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে, তিনি স্টেশন সংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন। ওই যুবক কীভাবে মারা গেছেন সে সম্পর্কে কিছু জানাতে পারেননি তিনি। গতকাল সোমবার রাত ৯টার দিকে রূপসার জাবুসার চৌরাস্তা মোড়ের কাছে আইডিয়াল কোম্পানির পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। রূপসা থানার অফিসার ইনচার্জ...