প্রায় দুই বছর ধরে চলা গাজা যুদ্ধের অবসান ঘটাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেছেন। প্রস্তাবে তিনি যুদ্ধ-পরবর্তী গাজার অন্তর্বর্তীকালীন প্রশাসনের নেতৃত্ব দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর খবর অনুসারে, সোমবার হোয়াইট হাউজে বৈঠক শেষে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের এই প্রস্তাবে সমর্থন জানিয়েছেন। গাজার শাসকগোষ্ঠী হামাস এখনও প্রস্তাবটি গ্রহণ বা প্রত্যাখান করেনি।আরো পড়ুন:গাজায় নতুন শান্তি পরিকল্পনায় একমত ট্রাম্প ও নেতানিয়াহুগাজায় নিহতের সংখ্যা ৬৬ হাজার ছাড়াল গাজায় নতুন শান্তি পরিকল্পনায় একমত ট্রাম্প ও নেতানিয়াহু নতুন পরিকল্পনার অধীনে, যুদ্ধ-পরবর্তী গাজা একটি অন্তর্বর্তীকালীন ‘টেকনোক্র্যাটিক, অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটি’ দ্বারা পরিচালিত হবে যা ‘যোগ্য ফিলিস্তিনি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের’ সমন্বয়ে গঠিত হবে। ওই কমিটির প্রধান হিসেবে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সোমবার বিকেলে হোয়াইট হাউজে ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ...