বিচ্ছেদের বিষয়ে একটি সূত্র পেজ সিক্স-কে বলেন, “নিকোল কিডম্যান এই বিচ্ছেদ চাননি। বরং সবকিছু ঠিক রাখার চেষ্টা করেছিলেন। কিন্তু কখনো কখনো সম্পর্কগুলো তার নিজস্ব গতিতে চলে।”আরো পড়ুন:প্রেমিককে বিয়ে করলেন সেলেনা গোমেজতৃতীয় সন্তানের মা হলেন রিয়ান্না যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম টিএমজেড-কে একাধিক সূত্র বলেন, “গ্রীষ্মের শুরু থেকেই আলাদা থাকছেন নিকোল কিডম্যান ও কেইথ আরবান।” কিডম্যান ও আরবান দম্পতির দুটো কন্যা সন্তান রয়েছে। তারা হলেন—সানডে রোজ (১৭), ফেইথ মার্গারেট (১৪)। সন্তানেরা ৫৮ বছর বয়সি মা কিডম্যানের সঙ্গে রয়েছেন। এ বিষয়ে সূত্রটি বলেন, “কেইথ আরবান এখন ট্যুরে রয়েছেন। এই কঠিন সময়ে কিডম্যান পরিবারটিকে একসঙ্গে রাখার চেষ্টা করছেন।” ২০০৬ সালের ২৫ জুন নিকোল ও কেইথ বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০০৮ সালে প্রথম সন্তানের মা হন কিডম্যান, ২০১০ সালে দ্বিতীয় সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। তাছাড়া নিকোল দত্তক...