খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা উপজেলায় ১৪৪ ধারা বহাল আছে। জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার জানান, অবস্থা স্বাভাবিক হয়ে আসলে নির্দেশনা তুলে নেওয়া হবে। স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দোষীদের গ্রেপ্তারের দাবিতে খাগড়াছড়িতে ‘জুম্ম-ছাত্র জনতা’র ব্যানারে ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ চলছে। সংগঠনটির পক্ষ থেকে গতকাল সোমবার খাগড়াছড়ি-চট্টগ্রাম ও খাগড়াছড়ি-ঢাকা সড়কে অবরোধ শিথিলের ঘোষণা দেওয়া হলেও মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে এই দুই সড়কে যানবাহন চলাচল করতে দেখা যায়নি। অভ্যন্তরীণ সড়কগুলো অবরোধের কারণে অচল অবস্থায় রয়েছে। আজ সকাল থেকে খাগড়াছড়ি শহর, শহরতলী ও গুইমারার অধিকাংশ দোকান খোলেনি। সেখানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। খাগড়াছড়ি শহরে সীমিত পরিসরে ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করছে। তবে, নিরাপত্তা ব্যবস্থা কড়াকড়ির কারণে জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। এদিকে, খাগড়াছড়ি পৌরসভা, সদর উপজেলা ও গুইমারা...