প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল/ ছবি: সংগৃহীত জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে সোমবার নিউইয়র্কের এক হোটেলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল। বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল চলমান রোহিঙ্গা সংকট, বিশেষ করে এক মিলিয়নেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর জন্য মানবিক সহায়তা কার্যক্রমে তহবিল ঘাটতি। এই ঘাটতির সবচেয়ে বড় প্রভাব পড়ছে ক্যাম্পগুলোর শিশুদের শিক্ষার ওপর। অধ্যাপক ইউনূস জানান, দাতাদের অর্থায়ন কমে যাওয়ায় ইতোমধ্যেই বহু স্কুল বন্ধ হয়ে গেছে এবং হাজারো রোহিঙ্গা শিক্ষক চাকরি হারিয়েছেন। তিনি বলেন, “এটা এক ধরনের বিপর্যয়। ক্যাম্পের শিক্ষা শত-সহস্র রোহিঙ্গা শিশুর জন্য আশা জাগানো একটি আলোর দিশা ছিল। এখন আমাদের সবচেয়ে বড় উদ্বেগ এই শিশুদের ভবিষ্যৎ নিয়ে—তারা ক্ষুব্ধ তরুণ প্রজন্মে পরিণত হচ্ছে, আর সেই...