খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতা প্রসঙ্গে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘ইউপিডিএফ’র (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট) অপরিপক্ব আন্দোলনের মাশুল গুনেছে খাগড়াছড়িবাসী। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে রাঙামাটি শহরে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এক কিশোরীকে ধর্ষণে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ডাকা অবরোধকে কেন্দ্র করে খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় সম্প্রতি সহিংসতা হয়। এমনকি ২৮ সেপ্টেম্বর সেখানে প্রাণঘাতী সংঘাত হয়েছে। সেই রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গুইমারা উপজেলায় দুষ্কৃতকারীদের হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ১৩ জন সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর ভাষ্যে, ভারত বা ফ্যাসিস্টদের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা চলছে। পার্বত্য উপদেষ্টা বলেন, পাহাড়িরা সব সময় একটি স্লোগান দেয়—পাহাড় থেকে সেনা হটাও। এই...