৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩১ এএম নোয়াখালী সদরের বিভিন্ন স্থানে চলন্ত যানবাহন থামিয়ে অবৈধভাবে টোল আদায়ের অভিযোগে সোমবার (২৯ সেপ্টেম্বর) মোবাইল কোর্ট অভিযান চালানো হয়। এ সময় নোয়াখালী পৌরসভার বিভিন্ন স্থান থেকে টোল আদায় করার সময় হাতেনাতে ৫ জনকে আটক করা হয়। সরকারি আদেশ অমান্য করে যত্রতত্র গাড়ি থামিয়ে জনদুর্ভোগ ও গণউপদ্রব সৃষ্টি করার বিষয়ে জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা স্বীকার করেন। স্বীকারোক্তিতে তারা জানান, আধুনিক পৌর বাস টার্মিনালের ইজারাদার মো. জহিরুল ইসলাম (তারেক)-এর ইন্ধনে এ কাজ করেছেন। পরে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ও ২৯০ ধারায় প্রত্যেককে ২০০ টাকা অর্থদণ্ড এবং ৮ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এ সময় তারা ভবিষ্যতে এ ধরনের কাজে আর জড়াবেন না বলে অঙ্গীকার করেন। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের...