মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, গাজা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত আন্তর্জাতিক তদারকি সংস্থায় যুক্ত হতে চান যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ার। এই পরিকল্পনার অংশ হিসেবে ট্রাম্পের নেতৃত্বে গঠিত হবে নতুন ‘বোর্ড অব পিস’, যেখানে প্রথম নাম ঘোষিত সদস্য হচ্ছেন টনি ব্লেয়ার। হামাস প্রস্তাবে রাজি হলে এ বোর্ড সাময়িকভাবে গাজার শাসন তদারকি করবে। ট্রাম্প জানিয়েছেন, অন্যান্য দেশের নেতাদের নামও পরে ঘোষণা করা হবে। ২০ দফার এ পরিকল্পনায় ইসরায়েল-হামাসের প্রায় ২ বছরের যুদ্ধের অবসান, গাজার নিরস্ত্রীকরণ ও পুনর্গঠনের প্রক্রিয়া অন্তর্ভুক্ত রয়েছে। ব্লেয়ার পরিকল্পনাটিকে দুই বছরের যুদ্ধ, দুর্ভোগ ও ভোগান্তি শেষ করার সেরা সুযোগ বলে মন্তব্য করেছেন। যুদ্ধবিরতিতে রাজি হলেই তাৎক্ষণিকভাবে লড়াই বন্ধ হবে, ৭২ ঘণ্টার মধ্যে জীবিত ২০ ইসরায়েলি বন্দি ও মৃতপ্রায় দুই ডজনের বেশি বন্দির মরদেহ ফেরত দেওয়া হবে, এর...