জুলাই সনদ বাস্তবায় প্রক্রিয়া রাজনীতিতে যে অচল অবস্থা তৈরি হয়েছে, তা নিরসনের উদ্যেগ নিয়েছে গণতন্ত্র মঞ্চ। সংগঠনটি গতকাল সোমবার রাজধানীর হাতিরপুলে মঞ্চের শীর্ষ সংগঠন গণসংহতি আন্দোলন অফিসে কমিউনিস্ট পার্টি-সিপিবির নেতৃত্বাধীন বাম গণতান্ত্রিক জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতৃবৃন্দের বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া কিভাবে হবে এবং বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্য যে জটিলতা তৈরি হয়েছে, তা নিরসন কিভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে, বাস্তবায়ন পদ্ধতি নিয়ে দলগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা করেছিল কমিশন। ২৯টি দল লিখিতভাবে তাদের মতামত কমিশনকে পাঠিয়েছিল। বাস্তবায়নের পদ্ধতি প্রশ্নে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা প্রকট। বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এই তিন দল তিন ধরনের পদ্ধতির কথা বলেছে।বৈঠকে ছিলেন এমন একাধিক নেতা জানান, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক দলগুলো...