বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মাহবুবুর রহমান বলেছেন, শান্তি ও সম্প্রীতির দেশ বাংলাদেশ। এখানে বিভিন্ন ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠীর মানুষ মিলেমিশে বসবাস করে। সব ধর্মই শান্তি ও সহমর্মিতার কথা বলে। প্রত্যেক ধর্ম শান্তি ও শাশ্বত বাণী বহন করে। সোমবার সন্ধ্যায় জামালগঞ্জ উপজেলার সাচনা বাজার ও উত্তর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন, বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ এবং নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। মাহবুবুর রহমান বলেন, ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি। জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘুদের সংবিধানস্বীকৃত সব অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতেও প্রতিশ্রুতিবদ্ধ দলটি। বিগত সময়ে সংখ্যালঘুদের মন্দির, বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠান বা সম্পত্তিতে হামলার পুনরাবৃত্তি...