বাংলাদেশ ক্রিকেট দলের তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আর কখনোই জাতীয় দলের হয়ে খেলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সোমবার (২৯ সেপ্টেম্বর) রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। গত দুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্রীড়া উপদেষ্টা ও সাকিব আল হাসানের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। বিষয়টির সূত্রপাত হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে সাকিবের দেওয়া শুভেচ্ছাবার্তা ঘিরে। ওই পোস্টকে কেন্দ্র করে দুজনের ফেসবুকে একাধিক পাল্টাপাল্টি স্ট্যাটাস ভাইরাল হয়। ফেসবুকে এক পর্যায়ে সাকিব লিখেছিলেন, ‘যাক, শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না।’ এর জবাবে ক্রীড়া উপদেষ্টা পাল্টা পোস্টে সাকিবকে উদ্দেশ্য করে লেখেন, ‘যার হাত ছাত্র-জনতার রক্তে...